শিশুতোষ থিয়েটার পাঠশালা ফ্রাইডে থিয়েটার স্কুল পদার্পণ করলো ১১ বছরে। আলিঁয়স ফ্রঁসেজের সহযোগিতায় ধানমন্ডিস্থ এই ইংরেজি ও বাংলা থিয়েটার স্কুলটির কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত।
থিয়েটার, চলচ্চিত্র, টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাম কুড়িয়েছে অনেক। ‘প্রকৃতি ও আমাদের শিশুরা’- এই অন্যরকম থিয়েটার স্কুলটির সিলেবাস।
স্কুলটির কার্যক্রম ডিজাইন করেছেন ন্যাশনাল স্কুল অব ড্রামা (নিউ দিল্লি) থেকে স্নাতক করে আসা আশীষ খন্দকার। তিনি বলেন, ‘শহরভিত্তিক শিশুদের সৃজনী যোগ্যতা বিকাশের সুযোগ অনেক কম, স্বাভাবিকভাবে বেড়ে ওঠা শিশুদের জন্য একটি নন্দনমুখী পরিবেশ, শিশুদের ব্যক্তিত্ব, বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি নির্মাণে ফ্রাইডে থিয়েটার স্কুল ইতিমধ্যে সুধীসমাজে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা এটা আগামীতেও ধরে রাখার চেষ্টা করবো। ’
বাংলাদেশ সময় : ১৯১৩ ঘণ্টা, জুন ৭, ২০১৫
জেএইচ