বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী শিল্প জামদানি। বাঙালির সংস্কৃতির আরেকটি মূল্যবান সম্পদ বাউল গান।
বাঙালি জাতি ইউনেস্কোর এ ঘোষণাকে নিজ সংস্কৃতির বিজয় হিসেবে দেখে। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ বিজয় উদযাপন করলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইপিএবি)।
১৩ জুন সন্ধ্যাব্যাপী রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে ছিলো এই আয়োজন। এখানে দেশের ৪৫ জন তাঁতশিল্পী তাদের শিল্পকর্মের জন্য সম্মাননা পান।
আয়োজনের উদ্যোক্তারা বলছেন, জামদানি ও বাউলগানের ঐতিহ্য সুরক্ষায় সচেতনতা তৈরি ও নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরার জন্যই এমন অনুষ্ঠান। এতে উঠে আসে দেশীয় সংগীত শিল্পের মেধাস্বত্ত্বের বিষয়টিও।
অনুষ্ঠানে গান করেন দেশের খ্যাতিমান শিল্পীরা। জামদানি পোশাকের ফ্যাশন শো-ও হয়ে উঠেছিলো আয়োজনের গুরুত্বপূর্ণ আকর্ষণ।
বাংলাদেশ সময় : ১৬২১ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ