সত্তর ও আশির দশকের ঝড় তোলা চিত্রনায়িকা রোজিনা অভিনীত ছবির কালজয়ী গানের সংখ্যা অনেক। সেগুলোর মধ্য থেকে ছয়টি গান নিয়ে তৈরি হচ্ছে বিশেষ অনুষ্ঠান।
এসব গানের চিত্রায়নে রোজিনার সঙ্গে অংশ নিয়েছেন চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খান। এর মধ্যে ‘রাজা সাহেব’ ছবির ‘ঢাকো যত না নয়ন তোমার’ (আলমগীর) এবং ‘মানসী’ ছবির ‘এই মন তোমাকে দিলাম’ (ওয়াসিম) গানে রোজিনার সঙ্গে দেখা যাবে ওমর সানিকে। এগুলোর চিত্রায়ন হয়েছে গত ৭ জুন।
২৪ বছর আগে ‘অগ্নিপথ’ ছবিতে রোজিনার সঙ্গে অভিনয় করেছিলেন ওমর সানি। তিনি বাংলানিউজকে বললেন, ‘বহু বছর পর রোজিনা ম্যাডামের মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করলাম। ভালো লাগলো। তিনি এখনও নিজেকে যেভাবে ধরে রেখেছেন তা নতুন প্রজন্মের মেয়েদের কাছে শিক্ষণীয়। ’
এদিকে আগামী ১২ জুন ‘দোলনা’ ছবির ‘তুমি আমার কতো চেনা’ (আলমগীর) এবং ‘পুনর্মিলন’ ছবির ‘পৃথিবীর সবকিছু হয়তো একদিন হারিয়ে যাবে’ (ফারুক) গানে রোজিনার সঙ্গে অমিত হাসানের নাচের দৃশ্য চিত্রায়ন করা হবে। পরদিন ‘অন্যায় অবিচার’ ছবির ‘ছেড়ো না ছেড়ো না হাত’ (মিঠুন চক্রবর্তী) ও ‘পুনর্মিলন’ ছবির ‘এক নীড়ে দুটি পাখি’ (ফারুক) গানে রোজিনার সঙ্গে নাচবেন জায়েদ খান।
গানগুলোর নৃত্য পরিচালনা করছেন আজিজ রেজা। তিনি ফেসবুকে লিখেছেন, ‘২০ বছর পর রোজিনা আপার সঙ্গে কাজ করলাম। সেই স্বর্ণযুগের রোজিনা আর এই সময়ের রোজিনার মধ্যে কোনো তফাৎ নেই। তার সঙ্গে কাজ করে জীবনটা সার্থক। ’
২০০৫ সালে সর্বশেষ ‘রাক্ষসী’ ছবিতে অভিনয় করেন রোজিনা। সাম্প্রতিক বছরগুলোতে টিভি নাটক কিংবা টেলিছবি নির্মাণ করেছেন তিনি। তবে গত দুই বছর তাতে ছন্দপতন ঘটে। বাংলানিউজকে রোজিনা বললেন, ‘আমি লন্ডনে থাকি। এবার দেশে ফিরে এ অনুষ্ঠানটির পরিকল্পনা করলাম। নাটক-টেলিছবির বাইরে আর্কাইভ হয়ে থাকবে এমন কিছু চেয়েছিলাম। অনুষ্ঠানটির নাম এখনও ঠিক করিনি। আসছে রোজার ঈদে চ্যানেল আইতে প্রচার হবে এটি। ’
রোজিনা জানান, আগামী ২৪ জুন সকালে আবার লন্ডনে ফিরে যাবেন তিনি।
বাংলাদেশ সময় : ১৫১২ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জেএইচ