মনিপুরী থিয়েটারের নাটক ‘কহে বীরাঙ্গনা’। গত চার বছর ধরে নাটকটি মঞ্চস্থ হয়ে আসছে।
শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আগামী ১৩ জুন সন্ধ্যায় এর ৫০তম প্রদর্শনী হবে। এর আগের দিন একই হলে, একই সময়ে দেখা যাবে নাটকটির ৪৯তম মঞ্চায়ন। নির্দেশনায় শুভাশিস সিনহা। তিনি বলছেন, ‘বিষয়কে অক্ষুণ্ন রেখে কেবল অভিনয়রীতির মধ্য দিয়ে পুরানের যুদ্ধ-প্রসঙ্গকে বর্তমান কালের প্রেক্ষাপটে দাঁড় করানো হয়েছে। বিরহিনী চার নারীর মর্মযাতনা ও ক্রন্দনের ভেতর দিয়ে নাটকটিতে প্রকাশ পেয়েছে চিরন্তন প্রেমের জয়গান। ’
চারটি পর্ব রয়েছে ‘কহে বীরাঙ্গনা’য়- দুষ্মন্তের প্রতি শকুন্তলা, অর্জুনের প্রতি দ্রৌপদী, জয়দ্রথের প্রতি দুঃশলা ও নীলধ্বজের প্রতি জনা। এক ঘণ্টার এ নাটকে একক অভিনয় করেন জ্যোতি সিনহা।
বাংলাদেশ সময় : ১৫০৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
কেবিএন/জেএইচ