ঢাকা: এক ডাক্তারকে থাপ্পড় মেরে পুলিশের জালে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিকা সিং। ৩৮তম জন্মদিন উদযাপনের পরদিনই তাকে পুলিশের জালে আটকা পড়তে হলো।
বৃহস্পতিবার (১১ জুন) তাকে দিল্লির ইন্দেরপুরী থানার পুলিশ গ্রেফতার করে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।
গত এপ্রিলের শুরুতে দিল্লিতে কনসার্ট চলাকালে এক ডাক্তারকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ তুলে মিকা সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে ইন্দেরপুরী পুলিশ। সেই মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নির্যাতিত ওই ডাক্তারের নাম শ্রীকান্ত। তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ। শ্রীকান্তের অভিযোগ, মাস দুয়েক আগে দিল্লিতে আয়োজিত ওই কনসার্ট চলাকালে মঞ্চের ওপরেই মিকা সিং তাকে আঘাত করেন।
এ অভিযোগ উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই মিকা সিংয়ের সামনে। কারণ, কনসার্টে উপস্থিত বিপুল দর্শক ঘটনাটির সাক্ষী। এমনকি থাপ্পড় মারার ভিডিও ফুটেজও ছড়িয়ে গেছে অনলাইনে।
তবে, থাপ্পড়ের কারণ হিসেবে মিকা সিং বলছেন, ‘কনসার্টের সময় মাতাল অবস্থায় ছিলেন শ্রীকান্ত। নারীদের পাশে দাঁড়াতে তাকে বারবার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি, উল্টো আমার সঙ্গে বাজে ব্যবহার করছিলেন’।
তবে, জামিনযোগ্য এ মামলায় অচিরেই মিকা সিং জামিনে মুক্তি পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে চুমু খেয়ে প্রথমবারের মতো বিতর্কের শিরোনাম হয়েছিলেন মিকা সিং। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, জুম্মে কি রাত (কিক), চিনতা তা চিতা (রাওডি রাঠোর), সুবাহ হোনে না দে (দেশি বয়েজ), ডিঙ্কা চিকা (রেডি) ও মজা হি মজা (জাব উই মেট) ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৫/আপডেট ১৮২৯ ঘণ্টা
এইচএ