তিনটি প্রামাণ্যচিত্র- ‘পরবাসী মন আমার’, ‘আ লাইফ সাসপেন্ডেড’ ও ‘এবং স্বপ্নযাত্রী’। সবগুলোরই মূল বিষয়- অভিবাসী সমস্যা, মানবপাচার।
ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে প্রামাণ্যচিত্রগুলোর উন্মুক্ত প্রদর্শনী হবে।
‘পরবাসী মন আমার’ নির্মাণ করেছেন ইয়াসমিন কবির। গ্রীক পরিচালক কাজুইও মিনামিদের প্রামাণ্যচিত্র ‘এ লাইফ সাসপেন্ডেড’-এ উঠে এসেছে বাংলাদেশী যুবক শিমুলের কথা। ২০০৫ সালে সে পাড়ি জমিয়েছিলো এথেন্সে। সেখানে যথারীতি তার স্বপ্নভঙ্গ হয়। হকার কামাল ও ফজলুর সমুদ্রপথে মালয়েশিয়া গমনের লোমহর্ষক ঘটনা নিয়ে আহমেদ আবিদ নির্মাণ করেছেন ‘এবং স্বপ্নযাত্রী’।
এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।
বাংলাদেশ সময় : ১০২৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
কেবিএন/