ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে বাংলাদেশের লেখক-নির্মাতা মাসুদ করিম গত বছর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। নাম ‘কৃষ্ণকলি’।
আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘কৃষ্ণকলি’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তার আগে থাকছে অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান।
প্রামাণ্যচিত্রে উঠে এসেছে সৌমিত্র চট্টপাধ্যায়ের শৈশব থেকে শুরু করে জীবনের বিভিন্ন দিক এবং অনেক অজানা তথ্য। প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ হয়েছে ভারতের কলকাতা, কৃষ্ণনগর, নদিয়া এবং বাংলাদেশের কয়া গ্রাম, কুষ্টিযা, ব্রাক্ষ্মণবাড়িয়া ও ঢাকায়। এর শিরোনাম-গান গেয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন।
মাসুদ করিম ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে জাপান চলে যান। জাপানের জাতীয় টিভি চ্যানেল এনএইচকে’তে ১৩ বছর ইন্টারপ্রিটার হিসেবে কাজ করেছেন। ১৯৯৮ সালে দেশে ফিরে আসেন মাসুদ।
বাংলাদেশ সময় : ১২৪৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
জেএইচ/