ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত হতে যাচ্ছেন দিলীপ কুমার। ভারতরত্ন হিসেবে শিগগিরই তার নাম ঘোষণা করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
দিলীপ কুমারের শারীরিক অবস্থা ইদানীং খুব একটা ভালো যাচ্ছে না। তাই মুম্বাই থেকে দিল্লি এসে ভারতরত্ন সম্মান তিনি গ্রহণ করতে পারবেন কি-না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অবশ্য সম্প্রতি মুম্বাইয়ে শশী কাপুরকে দাদাসাহেব ফালকে পুরস্কার দিয়ে আসা হয়। সেক্ষেত্রে দিলীপকেও মুম্বাইয়ে ভারতরত্ন দিয়ে আসা যেতে পারে বলে প্রস্তাবনা উঠছে। এর আগে অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে গিয়ে ভারতরত্ন দিয়ে এসেছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এর আগে পদ্মভূষণ (১৯৯১), দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৯৪) ও পদ্মবিভূষণ (২০১৫) পান দিলীপ কুমার। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’র মাধ্যমে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন তিনি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে দেখা গেছে তাকে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
বিএসকে/জেএইচ