টানা চারটি বছর কোনো খবরই ছিলো না অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের। প্রতিষ্ঠানটি আবার ফিরে এসেছে নতুনভাবে।
ওইদিন সন্ধ্যায় অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানগুলো লিখেছেন আসিফ ইকবাল, গেয়েছেন মুন।
গানচিলের নতুন পথচলায় থাকছে মিউজিক ক্লাব, গানচিল ডিজিটাল, গানচিল ডিস্ট্রিবিউশন ও গানচিল কনটেন্ট। গানচিল মিউজিক ক্লাব একটি মেম্বারশীপ ভিত্তিক গ্রুপ, যাতে বিভিন্ন থাকবে প্রতিবছরে ১২টি অনুষ্ঠান, প্রতিমাসে দু’টি বিনামূল্যে সিডিসহ বিভিন্ন সুযোগ।
গানচিলের ডিজিটাল সংস্করণ নিয়েও এর বেশকিছু পরিকল্পনার কথা জানালেন সংশ্লিষ্টরা। বিশ্বব্যাপী ডিজিটাল গান প্রচারের লক্ষ্যে এটি দেশীয় টেলিকম অপারেটরসমূহ ও জেরোনা এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
তারা বললেন, ‘গানচিল শুধু গান নয় বরং শ্রোতাদের জন্য আকর্ষণীয় ভাইরাল কন্টেন্টও নিয়ে আসার কাজ করছে। যার মধ্যে কবিতা, তিলাওয়াত, নাটক, সংলাপ, বক্তৃতা, ব্যবসায় প্রশিক্ষণ উপকরণ, ই-লার্নিং উপকরণ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। ’
বাংলাদেশ সময় : ২২৪৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
কেবিএন/