ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিন কন্যায় ঘটে গেলো কেয়ামত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
তিন কন্যায় ঘটে গেলো কেয়ামত!

বড় থেকে ছোট হিসেবে সাজালে নামগুলো এমন দাঁড়ায়- বিজরী, নাদিয়া, উর্মিলা। তিনটি নামই তিন অক্ষরের, সহজ উচ্চারণ।

তারা যখন কাছাকাছি, পাশাপাশি দাঁড়ান; কিংবা বসে যান গল্পে, আড্ডায়; পিঠেপিঠে বোনের মতোই মনে হয় তিনজনকে।

আর যদি ব্যাপারটা গল্প-আড্ডা না হয়ে, কাহিনীচিত্র হয়? তবে তো জমে যাওয়ার কথা। হলোও। জমে যাওয়াটা এমনই গাঢ় হলো যে, ঘটে গেলো ‘কেয়ামত’।

না, মহাপ্রলয়ের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে ‘নিয়ামতের কেয়ামত’-এর কথা। এটি ছয় পর্বের একটি ধারাবাহিক। এতে এক হয়েছেন বিজরী বরকতউল্লাহ, নাদিয়া আহমেদ ও উর্মিলা শ্রাবন্তী কর।

অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ধারাবাহিকটির আগের কিস্তির নাম ছিলো ‘নিয়ামত সাহেবের বিবিগণ’। প্রচার হয়েছিলো গত ঈদে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, কল্যাণ কোরাইয়া প্রমুখ। আগামী রোজার ঈদে এসএ টিভিতে প্রচার হবে ধারাবাহিকটি।

বাংলাদেশ সময় : ১৩৫২ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।