অভিনয় জগতের দুই নক্ষত্র শাকিব খান এবং জয়া আহসান প্রথমবারের মত একসঙ্গে ছোট পর্দায় হাজির হয়েছেন। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন কেমিস্ট্রি’তে এ জুটির রসায়ন আবিষ্কারের চেষ্টা করেছেন উপস্থাপক রুমানা মালিক মুনমুন।
গত সোমবার রাতে মাছরাঙা স্টুডিওতে এই বিশেষ পর্বের ধারণ কাজ সম্পন্ন হয়। জয়া-শাকিব একসঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী মুক্তি পেয়েছে। আর আসছে কোরবানীর ঈদে মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু। তাদের জুটির রসায়ন দর্শক-প্রদর্শক-নির্মাতাদের পছন্দ করায় তারা প্রায় অর্ধ ডজন ছবিতে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন- আড্ডাচ্ছলে সেটিই জানালেন তারা। এই আলাপে শাকিব খান জানিয়েছেন, জয়া আহসন তার ড্রিমগার্ল। দুজনই তাদের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন এ অনুষ্ঠানে।
অপু বিশ্বাস শাকিবের জীবনে কে-জয়ার প্রশ্নের উত্তরও দিয়েছেন ‘কিং খান’ শাকিব খান। জয়া কতটুকু ফিল্মি হয়ে উঠতে পেরেছেন, শাকিব খান কতটুকু মধ্যবিত্ত দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পেরেছেন- সবকিছুরই উত্তর দিয়েছেন দুজন, নিজেদের আত্মসমালোচনাও করেছেন অকপটে। তাদের ঘিরে সব ধরনের সমালোচনার উত্তরও দিয়েছেন শাকিব-জয়া। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় কেমিস্ট্রি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন।
বাংলাদেশ সময় : ০৩৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
জেএইচ