ঈদের বেশি বাকি নেই। তবে নাটকপাড়ায় এখনই এসে গেছে ঈদের আমেজ।
রুটিন মেনে বৃষ্টি ঝরছে প্রায় প্রতিদিনই। আর বিপাকে পড়ছেন নির্মাতারা। কাজ শেষ করা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কৌশলী হয়ে অনেকে চিত্রনাট্যে আউটডোর একেবারেই কমিয়ে দিচ্ছেন। কিন্তু গল্প যদি ঘর থেকে বেরিয়ে বাইরে ঘুরতে চায়, সেখানে পরিচালকের তেমন কিছু করার থাকে না। ক্যামেরা নিয়ে বাইরে বেরোতেই হয়।
২৫ জুন উত্তরার দিয়াবাড়িতে ‘গার্লফ্রেন্ড’ নাটকের দৃশ্যধারণ করছিলেন পরিচালক সকাল আহমেদ। ইরেশ যাকের ও তিশা এসেছিলেন সময়মতোই। কিন্তু বিকেল ৪টা যখন বাজে, তখন মাত্র দু’টি দৃশ্যের কাজ শেষ হয়েছে। দিনভর আকাশ মেঘলা, আলো কম। সবাই ওঁত পেতে বসে আছেন, কখন বৃষ্টি একটু কমবে! সকাল আহমেদ ফেসবুকে লিখলেন, ‘অসহায় আমরা। এটাকেই বলে ঈদের নাটক’!
‘গার্লফ্রেন্ড’ নাটকে ইরেশ যাকেরের চরিত্রটিও এমন অসহায়। তার কোনো প্রেমিকা নেই। যাকেই ভালো লাগে, প্রস্তাব দিতে যায়। মেয়েটা প্রেমে পড়বে কি! উল্টো তৈরি হয় বিরূপ পরিস্থিতি। হতাশ হতে হতে ইরেশ যখন ক্লান্ত, সিদ্ধান্ত নিয়েছে আর কাউকে বলবেই না ভালোবাসার কথা; তখনই হাজির তিশা। প্রেমের প্রস্তাব নিয়ে।
‘গার্লফ্রেন্ড’ লিখেছেন শাহ মোঃ নাঈমুল করিম। এসএ টিভিতে এবারের ঈদে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময় : ১৬১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
কেবিএন/জেএইচ