সমস্যা অনেক হতে পারে। অকারণে সন্দেহ, বিবাদ, ব্যবধান, এমনকি বিচ্ছেদও।
অথচ শতাব্দী আগে এমন ছিলেন না। জেনির সঙ্গে দীর্ঘদিনের সংসার তার। শতাব্দীর সন্দেহপ্রবণ মানসিকতার পেছনে দায়ী একটি সংবাদ! অনলাইন পোর্টালে ‘স্ত্রী সুন্দরী হলে, স্বামী কি ধরণের সমস্যায় পড়তে পারে’ শিরোনামের ফিচারটি পড়ার পরই আমূল বদলে যায় সে। সন্দেহ করে, ঝগড়া করে। আবার হুঁশ হয়, স্ত্রীর পা ধরে মাফও চায়।
শতাব্দী ওয়াদুদকে এমনই একটি চরিত্রে হাজির করছেন মুহাম্মদ আশিকুর রহমান। নির্মাণ করেছেন ‘গল্পটা সন্দেহজনক’। শতাব্দী ওয়াদুদ ও নওরিন হাসান খান জেনি অভিনয় করেছেন এতে। আশিকুর রহমান বলছেন, ‘প্রচলিত ভাঁড়ামি নয়। দাম্পত্যের জটিল সংকটকে খানিকটা হাসির ছলে দেখানোর চেষ্টা করেছি এতে। ’
‘গল্পটা সন্দেহজনক’ লিখেছেন ইউসুফ আলী খোকন। এবারের ঈদে চ্যানেল নাইনে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময় : ২০১৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
কেবিএন/জেএইচ