সাহিত্য থেকে উঠে আসা, ইতিহাসের রাজপথ বেয়ে ছুটে আসা চরিত্ররা একের পর হাজির হচ্ছে মঞ্চে। একপাশে নিরবে-নিশ্চুপে চন্ডীদাস বড়শি বাইছেন তো, অন্যপাশে রাজকীয় কালো পোশাক পরে হাজির লর্ড ক্লাইভ।
একে একে আসছেন সিরাজউদ্দৌলা, চন্দ্রমুখী, লাইলি। ঐতিহাসিক, কাল্পনিক সব চরিত্রগুলো মিশেমিশে একাকার। একই মঞ্চে। তাদের স্বভাবজাত অঙ্গভঙ্গি, মুখে সংলাপ। এই চরিত্রগুলোকে যিনি জাদুকরের মতো একে একে হাজির করছেন, তিনি সাজু খাদেম। এই সময়ে এসে বিখ্যাত চরিত্রগুলোর দুঃখ-কষ্ট-হতাশার কাহিনী শুনছেন। সান্তনাও দিচ্ছেন।
বিখ্যাত চরিত্রদের ঘিরে সাজু খাদেমের এই কান্ডকীর্তি দেখা যাবে এবারের ঈদে বৈশাখী টেলিভিশনের পর্দায়। তিনিই আছেন উপস্থাপকের দায়িত্বে।
অনুষ্ঠানের নাম ‘সকল চরিত্র কাল্পনিক’। এটি একটি কমেডি শো। বিভিন্ন চরিত্রের হয়ে গাজী রাকায়েত, হাসান মাসুদ, জ্যোতিকা জ্যোতি, অঞ্জন আইচ-সহ আরও অনেককেই দেখা যাবে অনুষ্ঠানে। প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
বাংলাদেশ সময় : ১২১৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
কেবিএন/জেএইচ