ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় আসছে লন্ডনের গ্লোব থিয়েটার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
ঢাকায় আসছে লন্ডনের গ্লোব থিয়েটার

বিশ্বনন্দিত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ৪৫০তম জয়ন্তী উপলক্ষে তারই লেখা নাটক ‘হ্যামলেট’ নিয়ে বিশ্বভ্রমণ করছে গ্লোব থিয়েটার। এরই অংশ হিসেবে আগামী মাসে এটি মঞ্চায়ন করতে ঢাকায় আসছে লন্ডনের বিখ্যাত থিয়েটারটি।

এটাই তাদের প্রথম বাংলাদেশে সফর। দলটিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা থিয়েটার।

আজ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটির প্রদর্শনী হবে। এর ব্যাপ্তি আড়াই ঘণ্টা। এর আগে বিকেল ৪টায় নাটকের কলাকুশলীরা হাজির হবেন সংবাদকর্মীদের সামনে।

সংবাদ সম্মেলনে ঢাকা থিয়েটারের পরিচালক নাসিরউদ্দীন ইউসুফ জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট এই প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে। আর্থিক সহায়তা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। অনলাইনে WWW. Ticketchai.org ঠিকানায় পাওয়া যাবে টিকেট। প্রতিটির মূল্য ৯৯ টাকা।

গ্লোব থিয়েটারের দুই বছর মেয়াদি এই নাট্যসফর শুরু হয় গত বছরের ২৩ এপ্রিল। শেষ হবে আগামী বছরের ২৩ এপ্রিল। নাটকটিতে হ্যামলেট চরিত্রে নাঈম হায়াত আর অফেলিয়ার ভূমিকায় অভিনয় করেছেন ফোবি ফিল্ডস। নির্দেশনা দিয়েছেন ডমিনিক ড্রমগুল ও বিল বাকহার্স্ট।

এদিকে ঢাকা থিয়েটারের আলোচিত নাটক ‘বিনোদিনী’ নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে আমন্ত্রিত হয়েছে। আগামী মাসে এটি মঞ্চায়ন করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে দলটি।

বাংলাদেশ সময় : ১৩৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।