আরও কয়েকদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালেই থাকতে হবে রাজ্জাককে। তার অবস্থা এখন আগের চেয়ে ভালো।
মঙ্গলবার দুপুর আড়াইটায় হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার সংবাদকর্মীদের জানান, তার অবস্থা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয়। তাই তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই (আইসিইউ) রাখা হয়েছে। থেমে থেমে দেওয়া হচ্ছে ভেন্টিলেশন পদ্ধতি। আগের দিনের মতো এদিনও ওষুধের মাধ্যমে তার রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কার্বনডাইঅক্সাইড নিরসনের কার্যাবলী সম্পন্ন করা হচ্ছে। সব মিলিয়ে গুণী এই শিল্পীকে আরও কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে।
রাজ্জাকের পরিবারও চায়, তিনি আরও কিছুদিন হাসপাতালে থাকুন। তার কনিষ্ঠ পুত্র সম্রাট জানান, ‘আমরা জোর করবো না। তার যখন ভালো লাগবে, তখনই আমরা তাকে বাসায় নেবো। চিকিৎসকদের পরামর্শ মেনে বাবাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ’
এদিকে সোমবার রাত থেকে রাজ্জাকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে সকাল অবধি সবার মধ্যে ছিলো উৎকণ্ঠা। তবে রাতেই সম্রাটের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ভালো আছেন।
বাংলাদেশ সময় : ১৫৫৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
জেএইচ