নাসির হোসেন, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই তিন তুর্কিকে সুপারহিরোও বলেন অনেকে। ড্রেসিং রুমে তারা একসঙ্গেই থাকেন।
এটি উপস্থাপনা করলেন মারিয়া নূর। তিনি জানান, ক্রিকেটের বাইরে নাসির, সৌম্য, তাসকিন কেমন তা তুলে ধরা হয়েছে এতে। আড্ডার মধ্য দিয়ে জেনেছি তাদের সঙ্গে ব্যক্তিগত জীবনের কথা।
মারিয়া বললেন, ‘নাসির, সৌম্য, তাসকিনের মধ্যে খেলার বাইরেও ভালো বন্ধুত্ব রয়েছে। দেখলে মনে হয় ভীষণ চুপচাপ। আসলে কিন্তু তারা অনেক দুষ্ট! সবাই ঠিকই কথা বলেন, মজা করেন। এ অনুষ্ঠানে তাদের অদেখা দিক জানতে পারবে দর্শকরা। খুবই সুন্দর একটা আয়োজন। ’
গত ৩০ জুন রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনের স্টুডিওতে এর দৃশ্যায়ন হয়। বেসরকারি চ্যানেলটিতে ঈদের পরদিন রাত ৮টায় প্রচার হবে এটি। প্রযোজনায় এসএম হুমায়ুন কবির।
ঈদে মারিয়াকে শুধু এই একটি অনুষ্ঠানই উপস্থাপনা করতে দেখা যাবে। কারণ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের ব্যস্ততা। তবে এনটিভির একটি অনুষ্ঠানে সালসা নৃত্য পরিবেশন করেছেন তিনি।
বাংলাদেশ সময় : ১৩২৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
জেএইচ