ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আনন্দমেলা’য় আইয়ুব বাচ্চু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
‘আনন্দমেলা’য় আইয়ুব বাচ্চু (বাঁ থেকে) বালাম, কোনাল, আইয়ুব বাচ্চু ও কনা

বিটিভির ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ শিরোনাম-সংগীত তৈরি করলেন আইয়ুব বাচ্চু। এটি গেয়েছেনও দিয়েছেন তিনি।

তার সুর-সংগীতে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন বালাম, কনা ও কোনাল।

‘টেকনাফ থেকে তেতুলিয়া জেগেছে প্রাণোৎসবে/ ঈদের খুশি ঘরে ঘরে মিলেছি আমরা সবে/ নীল আকাশে মন বাতাসে, উড়ছে মেঘের ভেলা/ সারাবাংলার কোটি জনতার, চলছে আনন্দমেলা’-এমন কথায় গানটি লিখেছেন এম এস রানা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হয়েছে।

এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘এবারের ঈদ আনন্দমেলার উপস্থাপক আবেদ ভাই (আবেদ খান) প্রস্তাবটি দিতেই সম্মতি জানিয়েছি। এবারই প্রথম আনন্দমেলার শিরোনাম-গান করলাম। রক ধাঁচের এই গানটি শ্রোতাদের নতুন একটা আঙ্গিক দেবে আশা করি। ’

‘আনন্দমেলা’ প্রযোজনা ও পরিচালনা করছেন মাহফুজা আক্তার। বিটিভিতে আসছে রোজার ঈদের দিন রাতে প্রচার হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ সময় : ১৩৫৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।