চিত্রনায়ক ওমর সানিকে অনেকেই ‘সবজান্তা শমসের’ নামে সম্বোধন করেন। যে কোনো বিষয়ে কথা বলতে তিনি পারদর্শী।
মাছরাঙা টেলিভিশনের ‘সবজান্তা শমসের’ উপস্থাপনা করেছেন ওমর সানি। প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের ধারণকাজ হয়েছে সম্প্রতি। পুরো অনুষ্ঠানে তিনি খুঁজে বের করার চেষ্টা করেছেন তার উত্তরসূরী ‘সবজান্তা শমসের’কে। এ উপাধি পাওয়ার লড়াইয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন, নিরব, সায়মন, অভিনেত্রী-মডেল মেহজাবীন, হাসিন ও ভাবনা।
অনুষ্ঠান ধারণের পর ওমর সানি বলেন, ‘অস্বীকার করবো না শুরুতে কিছুটা স্নায়ুচাপ ছিলো আমার মধ্যে। তবে অনুষ্ঠানের আঙ্গিকই আমাকে অল্প সময়ের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। এ প্রজন্মের শিল্পীদের সামনে উপস্থাপক হিসেবে কাজ করার অনুভূতি সত্যিই আনন্দদায়ক। ’
জানা গেছে, প্রতিযোগীরা ওমর সানি অভিনীত ছবির সঙ্গে অভিনয় করেছেন, নেচেছেন, গান করেছেন। তিনিও নিজের ছবির শুটিংয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন।
‘সবজান্তা শমসের’ শেষ পর্যন্ত কে হয়েছেন-জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও পরিকল্পনায় এটি প্রযোজনা করেছেন তোফায়েল সরকার।
বাংলাদেশ সময় : ২০২১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
জেএইচ