রাজ্জাকের শারিরীক অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
এর আগে রাজ্জাক ‘পুরোপুরি শঙ্কামুক্ত নন’ বলে জানিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার। থেমে থেমে দেওয়া হচ্ছিলো ভেন্টিলেশন পদ্ধতি। তবে এখন রাজ্জাক অনেকটাই শঙ্কামুক্ত। সম্রাট জানিয়েছেন, তিনি আমার সঙ্গে কথা বলেছেন। পরিবারের প্রত্যেকের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন।
এখন শুধু গুণী এই অভিনেতার বাড়ি ফেরার অপেক্ষা। তিনি আর একটু ভালো বোধ করলেই তাকে বাড়িতে নেয়া হবে বলেই রাজ্জাকের পরিবারের সিদ্ধান্ত।
বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
কেবিএন/