ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কিশোরগঞ্জে মাহফুজের পরিচালনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
কিশোরগঞ্জে মাহফুজের পরিচালনা মাহফুজ আহমেদ / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতি ঈদেই মাহফুজ আহমেদ বেশ কয়েকটি নাটক-টেলিছবি নির্মাণ করেন। কিন্তু গত ঈদে নির্মাতা মাহফুজ ছিলেন পুরোপুরি অনুপস্থিত।

তখন তিনি ব্যস্ত ছিলেন নিজের অভিনীত-প্রযোজিত ‘জিরো ডিগ্রি’ ছবিটি নিয়ে। গত ফেব্রুয়ারিতে মুক্তি পায় এটি। সাড়াও মিলেছে বেশ। ঈদ উপলক্ষে মাহফুজ আবার ফিরে এসেছেন ছোট পর্দায়।

অভিনয় তো করেছেনই বেশকিছু নাটকে, সঙ্গে নির্মাণ করেছেন দু’টি টেলিছবি। ‘রুম নং ১৩’ ও ‘দেবদূত’- টেলিছবি দু’টির নাম। এগুলোর দৃশ্যধারণ হয়েছে কিশোরগঞ্জের বাজিতপুরে।

‘রুম নং ১৩’তে আছেন আহমেদ রুবেল, রুনা খান ও মাজনুন মিজান। রুবেল-রুনা দম্পতি, তাদের ছোট্ট মেয়ের অসুস্থতাকে ঘিরেই নাটকের গল্প। মিজান এতে অভিনয় করেছেন চিকিৎসকের চরিত্রে। এটি প্রচার হবে বাংলাভিশনে।

পরিচালনার পাশাপাশি ‘দেবদূত’-এ মাহফুজ অভিনয়ও করেছেন। তার সঙ্গে আছেন রিচি সোলায়মান ও মাজনুন মিজান। গল্পের প্রেক্ষাপট মেডিকেল কলেজ। সেখানে শিক্ষকতা করেন রিচি। চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিছবিটি।

বাংলাদেশ সময় : ১৫২৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
কেবিএন/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।