এলাকা থেকে পতিতালয় উঠিয়ে দেওয়া হয়েছিলো অনেক আগেই। সেঁটে দেওয়া হয়েছিলো ‘নিষিদ্ধ পল্লী’র সিলমোহর।
সেখানে বিভিন্ন চরিত্র। তারা হাসে, নাচে, দুঃখের কথা বলে। সাংবাদিক বিস্মিত হয়। তবে তার বিস্ময়ের সীমা ছুঁয়ে যায় তখন পতিতালয়ের চরিত্রগুলো বলে, ‘আমরা সবাই মৃত’।
নাট্যনির্মাতা মোহাম্মদ মেহেদী হাসান টিংকু বলছেন, ‘সাংবাদিকের সামনেই কেনো চরিত্রগুলো মূর্ত হয়, সেটারও একটা কারণ আছে। সেখানে পতিতাদের বাইরেও এক কবি চরিত্র আছে। সুষমাকে যে শকুন্তলা বলে ডাকে। তার সঙ্গে শুধু গল্প করার জন্যই আসে প্রতিদিন। টাকা দেয়, বসে থাকে। ’
কবি চরিত্রে অভিনয় করেছেন কায়েস চৌধুরী। সজল ও নুসরাত ইমরোজ তিশা আছেন সাংবাদিক ও সুষমার ভূমিকায়।
নাটকের নাম ‘আমাকে একটা গল্প দিবেন প্লিজ’। চিত্রনাট্য লিখেছেন বিনয় দত্ত। এবারের রোজার ঈদে চ্যানেল নাইনে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময় : ১৩৩৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
কেবিএন/জেএইচ