তাদের সংলাপ, আচরণ, আস্ফালন, কীর্তি- সবই ভয়ংকর। তাদের অট্টহাসিতে পুরো হলরুম কাঁপে।
তবে তাদের এই ভয়ংকর রূপ বাস্তবে নয়, দেখা যায় পর্দায়, অভিনয়ে। একজন এটিএম শামসুজ্জামান, অন্যজন মিশা সওদাগর। দেশীয় চলচ্চিত্র যারা দেখে, খোঁজখবর রাখে অন্তত; তারা নিশ্চয়ই জানে বাস্তব জীবনে এ দু’জন ভালো মানুষ হিসেবেই পরিচিত।
তবু তাদের এই ভালোমানুষী জীবনে মাঝে মধ্যে পর্দার প্রভাব এসে যায় কি-না, বিব্রতকর অভিজ্ঞতার শিকার হতে হয় কিনা- সেসব নিয়ে বলবেন তারা। বলবেন সংসার, পরিবার নিয়েও।
‘খলনায়ক’ নামের এই অনুষ্ঠানে এ দু’জনের সঙ্গে যোগ দিয়েছেন শহীদুল আলম সাচ্চু। অনেক ছবিতে তাকেও নেতিবাচক চরিত্রে দেখা গেছে এক সময়। তবে সাচ্চু এ অনুষ্ঠানে নিজের গল্প বলবেন না, করবেন উপস্থাপনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। প্রচার হবে ঈদের দিন বিকাল ৪টা ৪৫ মিনিটে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
কেবিএন/জেএইচ