বিয়ে নিয়ে শুরু থেকে নিরবতা পালন করছেন শহিদ কাপুর। তবে আমন্ত্রণপত্র ও অতিথি তালিকা তৈরির মতো বিয়ের সব বিষয়ে যুক্ত আছেন তিনি।
আমন্ত্রণপত্রের ময়ূর লোগো, রঙ সংমিশ্রণ, বর্ণনা ও উপহার যুক্ত করা হয়েছে শহিদের পছন্দে। উপহার বানানো হয়েছে চা ও মধুর মিশ্রণে। কারণ তার বাবা পঙ্কজ কাপুর চা-প্রেমী মানুষ। বিয়ের চেনা রঙ সোনালিকে এড়িয়ে যাওয়া হলো বলিউডের এই তারকার সিদ্ধান্তে।
৭ জুলাই দিল্লির মেয়ে ২১ বছর বয়সী মিরা রাজপুতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। গুরগাওয়ে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বানানো হয়েছে পৃথক আমন্ত্রণপত্র। এখানে বলিউডের থাকবেন প্রথম সারির তারকারা।
বাংলাদেশ সময় : ১২৫৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
জেএইচ/
** শহীদ আর কারিনার বিয়েতে মিল যেখানে
** ফাঁস হলো শহীদের বিয়ের কার্ড
** আর এক সপ্তাহ পরেই শহীদের বিয়ে
** শহীদের বিয়েতে তার সব নায়িকা
** শহীদের বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র সাইফ-কারিনার কাছে
** শহীদের বিয়েতে তার তিন মা
** বিয়ের কথা ভেবে শহীদের না
** শহীদের বিয়ের খবর আগেই জানতেন কারিনা
** শহীদের বিয়ের অতিথি ও খাবারের মেনু
** শহীদের বিয়ের আগেই এতো কাণ্ড!
** মীরার জন্য শহীদের ২৩ লাখের আংটি
** বন্ধুদের ডিলিট করছেন শহীদের হবু বউ