প্রেক্ষাপট খুলনা শহর। এ শহরের প্রেম, সংকট, টানাপোড়েন উঠে আসবে গল্পে।
নাটকের নাম ‘প্রেমকানন’। কাল মঙ্গলবার (৭ জুলাই) থেকে খুলনা শহরে এর দৃশ্যধারণ শুরু হবে। মজার বিষয় হচ্ছে, এর যারা কলাকুশলী তাদের প্রায় সবাই খুলনার মানুষ। পরিচালক নাজনীন হাসান চুমকীর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা। বিভাগ হিসেব করলে জেলাটি খুলনাতেই পড়ে।
যারা অভিনয় করছেন, শাহাদাৎ হোসেন ও মৌসুমী হামিদ, এরা দু’জনেই খুলনার। শাহাদাতের জন্ম ওখানেই। মৌসুমী হামিদের জন্ম সাতক্ষীরায়। ওটাও পড়েছে খুলনা বিভাগে। খুলনার অভিনেত্রী কাজী শিলাও আছেন এতে। ক্যামেরায় আছেন রাজু রাজ, তিনিও খুলনার মানুষ। এছাড়া খুলনা থিয়েটারের বেশকিছু কর্মীও কাজ করছেন নাটকটিতে।
বাকি শুধু লুৎফর রহমান জর্জ। তিনি অবশ্য পুরান ঢাকার। ৫ জুলাই বিকেলে যখন নাজনীন হাসান চুমকীর সঙ্গে কথা হচ্ছিলো, তখন তিনি খুলনার পথে রওনা হয়েছেন। জানালেন, ওখানে তিন দিন ধরে কাজ হবে।
বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
কেবিএন/জেএইচ