আলভী আহমেদ ও চয়নিকা চৌধুরী নাট্যনির্মাতা হিসেবে পরিচিত বেশ আগে থেকেই। সাম্প্রতিক সময়ে আশফাক নিপুণ, গৌতম কৈরী ও রুবাইয়াত মাহমুদও সফলতার সঙ্গে টিভি নাটক নির্মাণ করছেন।
বৈশাখী টিভি চতুর্থবারের মতো আয়োজন করেছে ‘তোমার গল্পে সবার ঈদ’। দর্শকদের কাছ থেকে গল্প আহ্বান করেছিলো তারা। সেখান থেকে পাঁচটি গল্প বেছে নিয়ে ঈদের জন্য নাটক তৈরি হচ্ছে। নির্বাচিত হয়েছে ইয়াসিন সেলিমের ‘জীবনের রঙ’, মুনতাসির মারুফের ‘ফেরা’, মোঃ আনারুল ইসলাম রানার ‘নির্জন স্বাক্ষর’, ওসমান সজীবের ‘মাতাল হাওয়া’ এবং মোঃ আজহারুল হকের ‘বৃষ্টি বা রোদ অথবা অন্যকিছু’। গল্পকাররা প্রত্যেকেই পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকা।
প্রথম দফার গল্প বাছাইয়ে অংশ নেন গাজী রাকায়েত, শাকুর মজিদ, ইরাজ আহমেদ, পান্থ শাহরিয়ার ও কায়েস চৌধুরী। তাদের বাছাই করা সেরা ৩০ গল্প যায় প্রধান তিন বিচারকের কাছে। প্রধান বিচারক হিসেবে ছিলেন সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক।
নাটকগুলো প্রচার হবে বৈশাখী টিভির এবারের ঈদ আয়োজনে।
বাংলাদেশ সময় : ১৩৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
কেবিএন/জেএইচ