আনিসের বয়স মধ্যবয়স্ক ঠিক না, তারও একটু ওপরে। বিশাল অ্যাপার্টমেন্টে তিনি একাই বাসিন্দা।
নাটকের প্রথম দৃশ্য। দৃশ্যধারণের দিক দিয়েও এটা প্রথম দৃশ্য। বিকেল হয়ে এসেছে। সাড়ে চারটার মতো বাজে। মাত্রই ক্যামেরা চালু হলো। আফজাল হোসেনের পৌঁছুতে পৌঁছুতে বাজলো তিনটা। এরপর তিনি দীর্ঘক্ষণ চিত্রনাট্য নিয়ে আলাপে বসলেন সাদিয়া ইসলাম মৌ ও নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূলের সঙ্গে।
আফজাল-মৌ অভিনয় করছেন নাটকটিতে। নাম ‘অপরিচিতা’। নেয়ামূল জানালেন, এটা মাত্র এক রাতের গল্প। অভিনয়ও করছেন মাত্র তিনজন। পুরো গল্পটা ঘুরেছে, হেঁটেছে, হামাগুড়ি দিয়েছে অ্যাপার্টমেন্টের মধ্যেই।
মৌ তাই শুটিং ইউনিটে ঢুকেই পুরো বাড়িটি দেখে নিলেন ভালো করে। জেনে নিলেন, কোথায় কোথায় ফ্রেম ধরা হবে। কিছু পরামর্শও দিলেন। কিছুক্ষণ মহড়া দিয়েই আফজাল হোসেন দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। ১১ জুলাইয়ের বিকেল থেকে ওই দৃশ্য দিয়েই ‘অপরিচিতা’র ধারণ শুরু হয়েছে। চলবে আরও কয়েকদিন।
‘অপরিচিতা’র রচয়িতা পান্থ শাহরিয়ার, ঈদে এনটিভিতে প্রচার হবে এটি।
বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
কেবিএন/জেএইচ