ভক্তদের সাবধান করে দিলেন অমিতাভ বচ্চন। তার সঞ্চালনায় জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নবম আসরে জাল নিবন্ধনের খবর জেনেই তার এই সতর্কবার্তা।
কেবিসি নাইনে অংশ নেওয়ার জন্য সারাভারতের মোবাইলে মোবাইলে ঘুরছে এসএমস। এর খপ্পরে পড়ছেন সাধারণ মানুষ। কিন্তু এখনও নাকি অনুষ্ঠানের পরিকল্পনা ঠিক হয়নি। সনি টিভি স্রেফ পরিকল্পনা সাজিয়েছে।
এতে অংশগ্রহণে আগ্রহীদের সাবধান থাকার পরামর্শ দিতে নিজের ব্লগে বিগ বি লিখেছেন, ‘কেবিসি নাইনের জন্য নাম নিবন্ধন করা হচ্ছে, এমন মেসেজ আমিও পেয়েছি। কারও মোবাইলে যদি এই এসএমএস আসে তা এড়িয়ে যান। এটা মানুষকে বোকা বানানোর পাঁয়তারা ছাড়া আর কিছুই না। সবাই সাবধান। সনি টিভি এখনও কোনো নির্দেশনা দেয়নি কাউকে। ’
তৃতীয় মৌসুম ছাড়া ‘কেবিসি’র সব আসরের হটসিটে বসেছিলেন অমিতাভ। ২০০০ সালে প্রচারিত হয় এর প্রথম আসর।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
বিএসকে/জেএইচ