ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সমুদ্রে নেমে চিত্রনাট্যকার ফারুক হোসেন নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
সমুদ্রে নেমে চিত্রনাট্যকার ফারুক হোসেন নিখোঁজ ফারুক হোসেন

কক্সবাজার: ঈদের ছুটি কাটাতে কক্সবাজারে গিয়ে সমুদ্রে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন চিত্রনাট্যকার ফারুক হোসেন।

রোববার (১৯ জুলাই) বিকেলে বন্ধুদের নিয়ে কলাতলী রোড়ে প্যাঁচারদ্বীপ এলাকার সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

তিনি নীলফামারীর পশ্চিম সৈয়দপুরের মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের এসএসপি জহিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বৈরী আবহাওয়ার কারণে সতর্কবার্তা দেওয়ার পরও সমুদ্রে নামায় এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আবদুল মজিদ জানান, কয়েকজনকে উদ্ধার করে উপরে নিয়ে আসা হয়েছে। কিন্তু ফারুক হোসেনকে এখনো পাওয়া যাচ্ছে না। উদ্ধার তৎপরতা চলছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক হোসেন নাটকের চিত্রনাট্য লিখছেন। সম্প্রতি চলচ্চিত্রের কাজও শুরু করেছিলেন তিনি। ‘ওয়ারিশ’ ও ‘পুলিশগিরি’ নামের দু’টি চলচ্চিত্রে চিত্রনাট্য প্রায় শেষ করে এনেছিলেন। ঈদের পরই কাজ শুরুর কথা ছিলো।

এছাড়া কালজয়ী ছবি ‘আম্মাজান’ ও ‘ছুটির ঘণ্টা’র রিমেকের চিত্রনাট্যও করছিলেন তিনি।



বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।