সফলভাবেই সম্পন্ন হয়েছে দিতির অস্ত্রোপচার। আজ বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে (এমআইওটি) তার অস্ত্রোপচার হয়।
তিনি বলেন, ‘ডাক্তার বলেছেন, মা এখন আশংকামুক্ত। তার মস্তিষ্কের কোনো ক্ষতি হয়নি। তিনি এখন অচেতন অবস্থায় রয়েছেন। আগামীকাল বিকেলের মধ্যেই মায়ের জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন। ’
এর আগে চিকিৎসার উদ্দেশ্যে গত ২৫ জুলাই ঢাকা ছাড়েন দিতি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
কেবিএন/জেএইচ