ঢাকা: নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা এবং সোলস ব্যান্ডের কনসার্ট। আগামী ৩০ আগস্ট ইয়র্ক কলেজে এর আয়োজন করেছে উত্তর আমেরিকার বৃহৎ বাংলাদেশি ক্যাবল অপারেটর টোটাল ক্যাবল ও দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আয়োজকরা জানিয়েছেন, ২৭ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকেটের মূল্য ১০০, ৫০ এবং ৩০ ডলার। তবে টোটাল ক্যাবলের গ্রাহক হলে শতকরা ২০-৩০ ভাগ ছাড় রয়েছে। আগ্রহীরা ৬৪৬-৩৯৫-৯৯৫৮ নম্বরে ফোন করে টিকিট সংগ্রহ করতে পারবেন। তাছাড়া নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকার গ্রোসারি ও স্টোরগুলোতে পাওয়া যাবে টিকিট।
‘নচিকেতা-সোলস মিউজিক্যাল নাইট’ নিয়ে গত ২৬ জুলাই জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে সংবাদ সম্মেলনে টোটল ক্যাবলের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদুল বারভ‚ঁইয়া পুলক বলেন, ‘টোটাল ক্যাবলের লক্ষ্য বাংলা ভাষা ও সংস্কৃতিতে তুলে ধরা। এই কনসার্ট আয়োজনের উদ্দেশ্যও তা-ই। আগামীতে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাকে তুলে ধরার আরও কিছু আয়োজনের প্রস্তুতি রয়েছে আমাদের। ’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিফ টেকনিক্যাল অফিসার হাবিব রহমান, দেশি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট মোহাম্মদ জামান মনির ও সিতারা বুটিকসের স্বত্ত্বাধিকারী টিটু হুদা। সঞ্চালনা করেন টোটাল ক্যাবল ও টিবিএন২৪-এর উপদেষ্টা হাসানুজ্জামান সাকী।
হাবিব রহমান বলেন, ‘এক সময় টিভি চ্যানেল দেখার জন্য ১৫০ ডলার ব্যয় করতে হতো। এখন সব চ্যানেলের সঙ্গে যথাযথ প্রক্রিয়া মেনে ২০-৩০ ডলারের মধ্যে দর্শকদের চ্যানেলগুলো দেখাচ্ছি। শতকরা ৯৫ ভাগ টোটাল ক্যাবলের গ্রাহক বাংলাদেশ ও ভারতীয় বাঙালি। কারণ আমরা বাংলাদেশ ও বাংলাকেই সবার ওপরে রেখেছি। ’
কনসার্টটি আয়োজনে দেশি মিউজিকের সঙ্গে যৌথ আয়োজক হওয়ায় টোটাল ক্যাবলকে ধন্যবাদ দেন মোহাম্মদ জামান মনির। তিনি জানান, নচিকেতাকে নিয়ে নিউইয়র্ক ছাড়াও নিউজার্সির আটলান্টিক সিটি, ফ্লোরিডার ওরল্যান্ডো ও মায়ামি, ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেস ও স্যান্দিয়াগো, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া, জর্জিয়ার আটলান্টা এবং টেক্সাসের ডালাসে কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছে।
কনসার্টের টাইটেল স্পন্সর সিতারা বুটিকস ও গ্র্যান্ড স্পন্সর আবাসন বিনিয়োগকারী মো. আনোয়ার হোসেন। মিডিয়া পার্টনার টিবিএন২৪।
বাংলাদেশ সময় : ১৫১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
জেএইচ