ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রানীর বিয়ে-পরবর্তী জীবন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
রানীর বিয়ে-পরবর্তী জীবন রানী মুখার্জি

রূপালি পর্দার চেয়ে এখন সংসার বেশি উপভোগ করছেন রানী মুখার্জি। আপাতত তার হাতে কোনো কাজ নেই।

মোটামুটি বেকার বলা যায় তাকে। ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের আগস্ট সংখ্যায় এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এবারের সংখ্যার প্রচ্ছদকন্যাও হয়েছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

গত বছর যশরাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। বিয়ে-পরবর্তী জীবন, ছবি বাছাই আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ম্যাগাজিনটির সঙ্গে কথা বলেছেন তিনি।

বলিউডে দুই দশক পেরিয়ে আসার অভিজ্ঞতা নিয়ে ছবি প্রযোজনা কিংবা পরিচালনা করবেন কি-না জানতে চাইলে রানী বলেন, ‘আমি চাইলে কেউ আটকাতে পারবে না। আদি (আদিত্য চোপড়া) কখনও কিছুতে না করে না। ও কীভাবে কাজ করে তা জানি। স্টুডিওতে সবচেয়ে পরিশ্রমী মানুষ সে। রাতে বের হয় সবার পরে। কাঁচা হাতের কাজ দিয়ে তার প্রতিষ্ঠানের বদনাম হোক আমি তা চাই না। আপাতত সংসার উপভোগ করছি। হাতে কাজও নেই। ’

এখন থেকে পাঁচ বছর পরও চমৎকার কিছু ছবিতে কাজ করবেন, সেটে তার পাশে থাকবে ফুটফুটে সন্তানরা- রানীর ইচ্ছা এমনই। এখন থেকে তার ছবি বাছাইয়ের ধরণ পাল্টে যাবে জানিয়ে তিনি বলেন, ‘কুড়ি বছর বয়সে যেসব চরিত্রে কাজ করেছি এখন তাতে মানিয়ে নেওয়া বিব্রতকর। দর্শকরা আমাকে কেমন দেখতে চান তা নিয়ে আমি সচেতন। ’

‘নো ওয়ান কিল্ড জেসিকা’ ও ‘মারদানি’ ছবিতে দৃঢ়চেতা নারীর ভূমিকায় অভিনয় করেছেন রানী। ‘ব্ল্যাক’ আর ‘সাথিয়া’ তো তার অভিনয়জীবনের মাস্টারপিস। বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে মেধার বিচ্ছুরণ ঘটাতে তিনজন মানুষের অবদান রয়েছে বলে জানান তিনি। তার কথায়, ‘আদি আর শাহরুখ আমাকে সুযোগ দিয়েছেন। ‘গুলাম’-এর জন্য মুকেশ ভাট ও বিক্রম ভাটের কাছে আমার নাম সুপারিশ করেছিলেন আমির। এই তিনজনও আমার ক্যারিয়ারের অংশ। ’

ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের ফটোশুটের জন্য রানী পরেছেন ডলচে অ্যান্ড গ্যাবানার পোশাক। সঙ্গে ছিলো জ্যাকেট। সংখ্যাটির নাম দেওয়া হয়েছে ‘চিরসবুজ সংখ্যা’।

বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।