প্রায় দু’সপ্তাহ হতে চললো দিতি হাসপাতালে। গত ২৯ জুলাই দুপুরে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়।
চেন্নাই থেকে তার মেয়ে লামিয়া চৌধুরী আজ শুক্রবার (৭ আগস্ট) ভোরে জানিয়েছেন, ‘মা গতকাল স্বাভাবিক খাবার খেতে পেরেছেন। গোসল করেছেন, আড্ডা দিয়েছেন অনেকক্ষণ। জানালায় দাঁড়িয়ে চেন্নাইয়ের সূর্যাস্তও দেখেছেন। খুব তাড়াতাড়ি আমরা দেশে ফিরবো। ’
ব্রেন টিউমারে ভুগছিলেন দিতি। চিকিৎসার উদ্দেশ্যে গত ২৬ জুলাই ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। অস্ত্রোপচার হয় ওখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে (এমআইওটি)।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
কেবিএন/জেএইচ