নজরুলসংগীত সম্রাজ্ঞী শিল্পী ফিরোজা বেগমের অনুগত শিষ্যা। ছোটবেলা থেকেই সুস্মিতা আনিসের ফুপু ফিরোজা বেগম তাকে গান শেখাতেন।
‘শিশিরের স্পর্শে গাঁথা’ নামের অ্যালবামটি সাজানো হয়েছে নজরুলের জনপ্রিয় ১০টি গান নিয়ে। এগুলো হলো- লাল টুকটুকে বউ যায়গো, এসো হে সজল শ্যামল ঘন দেয়া, পরী জাফরানি ঘাগরী, চলরে চলরে চল, বৈশাখী ঝড় এলো এলোরে, মনের রঙ লেগেছে, শুকনো পাতার নূপুর পায়ে, চমকে চমকে, আমি যার নূপুরের ছন্দে এবং এলো এ বনান্তে।
আগামী ১৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে ‘শিশিরের স্পর্শে গাঁথা’র মোড়ক উম্মোচন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক সচিব ও সংগীত বিশেষজ্ঞ এম আসাফুদ্দৌলাহ। এটি বাজারে আনছে নিউ মিউজিক পেরাডিজম কোম্পানি।
বাংলাদেশ সময় : ২১২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
জেএইচ