দীর্ঘ আট মাস পর মঞ্চে ফিরছে সৈয়দ শামসুল হকের কাব্যনাটক ‘ঈর্ষা’। এটি প্রাঙ্গণেমোর নাট্যদলের অষ্টম প্রযোজনা।
নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটিতে সংলাপ মাত্র সাতটি এবং চরিত্র তিনটি। সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট, ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যাপ্তির। এতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। সংগীত বিন্যাসে রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ।
‘ঈর্ষা’র গল্পে আছে শিল্পের সঙ্গে শিল্প এবং শিল্পীর সঙ্গে শিল্পীর দ্বন্দ্ব। আছে মানুষের সঙ্গে মানুষের এবং শিল্পীর সঙ্গে শিল্পীর প্রেম, ভালোবাসা। আছে রূপসী বাংলার, শ্যামল উজ্জ্বল, রূপশালী গর্ভবতী ধানের বাংলার রূপের বর্ণনা, আছে মুক্তিযুদ্ধের মুল্যবোধও।
বাংলাদেশ সময় : ১২২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
জেএইচ