শওকত আলি ইমন দু’টি ছবি পাশাপাশি বসিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। একটি ন’বছর আগের, ২০০৫ সালের।
পুরনো ছবিটি ‘আমার এক নয়ন তো দেখে না রে আরেক নয়নরে’ গানের রেকর্ডিংয়ের দিন তোলা। ইমনের সুর-সংগীতে এ গান দিয়েই সালমার ব্যাপক জনপ্রিয়তা। এ গান দিয়েই ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় সালমার শ্রেষ্ঠ হওয়া।
ছবিটি ইমন যত্ন করে রেখে দিয়েছেন। সালমা বাঁয়ে দাঁড়িয়ে, ইমন ডান পাশে বসে- মনে রেখেছেন এ অ্যাঙ্গেলও। ন’বছর পরে ঠিক একইভাবে ছবি তোলা হলো। কারণ আছে, এতোদিন পরে দু’জন আবার এক হলেন। কাজ করলেন একসঙ্গে।
এবারের গান ‘সূর্য গেলে চন্দ্র আসে/অন্ধকারে মুচকি হাসে/মনের মরা গাছে/সুজন থাকলে কাছে/ফোটে যে প্রেমের ফুল/হায়রে পরানের বন্ধু আমার কই, হায়রে আছেরে আছে নিশ্চয়ই। ’ ইমন সুর করেছেন, সংগীত দিয়েছেন। লিখেছেন কবির বকুল। ‘আমার এক নয়ন তো দেখে না রে’ গানটিও তার লেখা ছিলো।
২৪ আগস্ট নতুন গানটির রেকর্ডিং হলো। ইমন বলছেন, ‘ও (সালমা) তখন একদম একটা ছোট্ট বাচ্চা ছিলো। এখন সে পরিণত শিল্পী। ... কীভাবে যে দিন কেটে যায়! দোয়া করি ও যেন আরও অনেক বড় শিল্পী হতে পারে। সে তো আমারই গর্ব। ’
উচ্ছ্বসিত সালমাও বলছেন, ‘অনেকদিন পর কবির বকুল ভাইয়ের লেখা আর শওকত আলী ইমন ভাইয়ের সুরে দারুণ একটা গান করলাম। আশা করছি, অনেকদিন পর একটা দারুন গান উপহার দিতে পারবো আপনাদের। ’
এদিকে রেকর্ডিং শেষে বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হন তারা। কারণ ইমনের স্টুডিওর ভবনে আগুন লেগে যাওয়ায় কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সবাই। ধোঁয়া ছড়িয়েছে তাদের স্টুডিও পর্যন্ত। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় হাফ ছাঁড়তে পেরেছেন তিনজন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
কেবিএন/জেএইচ