ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকার সবচেয়ে স্বাবলম্বী ধনী মেয়েরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
আমেরিকার সবচেয়ে স্বাবলম্বী ধনী মেয়েরা জেসিকা অ্যালবা

আমেরিকার অনেক মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়েছেন। তাদের টাকা-পয়সাও কম না! এসব নারীদের একটি তালিকা প্রকাশ করেছে ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস।

এতে স্থান পেয়েছেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা। তাকেই প্রচ্ছদকন্যা করেছে ম্যাগাজিনটি।
 
অ্যালবার পরিবেশবান্ধব প্রতিষ্ঠান দ্য অনেস্ট কোম্পানির সম্পত্তি ১০০ কোটি মার্কিন ডলার। স্বাবলম্বী ধনী নারীদের তালিকায় স্থান পাওয়াকে সম্মান হিসেবেই দেখছেন তিনি। সামনে অনেস্ট বিউটি নামে নতুন নতুন সৌন্দর্য প্রসাধনী বাজারে আনার প্রস্তুতি শুরু করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
 
জেসিকা অ্যালবা হলিউডের অনেক ব্যবসাসফল ও সাড়াজাগানো ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘সিন সিটি’, ‘ফ্যান্টাস্টিক ফোর’, ‘ইনটু দ্য ব্লু’, ‘অ্যাওয়েক’, ‘দ্য আই’, ‘স্পাই কিডস ফোর’ প্রভৃতি।
 
ব্যবসা সামলানোর পাশাপাশি অভিনয়ও করছেন অ্যালবা। এখন তার হাতে আছে একটি ছবি। ‘মেকানিক: রিসারেকশন’ নামের ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৬ আগস্ট। এতে তার সহশিল্পী জেসন স্টেটহাম, টমি লি জোন্স ও মিশেল ইও।  
 
বাংলাদেশ সময় : ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।