ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পড়শির কণ্ঠে রবীন্দ্রসংগীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
পড়শির কণ্ঠে রবীন্দ্রসংগীত পড়শি

পড়শি ফেসবুকে লিখেছিলেন গতকাল, ‘নতুন কিছু আসছে’। কী এই নতুন কিছু? সেটা নিয়ে পড়শি-ভক্তদের মধ্যে দিনভর উত্তেজনা ছিলো, অপেক্ষা ছিলো।

তার কারনও আছে। পড়শি যে শুধুমাত্র লাইনটা লিখেছিলেন, তা তো নয়। ছবিও দিয়েছিলেন।

সে ছবিতে পড়শি একেবারেই আলাদা। রাবীন্দ্রিক সাজ। শাড়ি, গহনা পরে একেবারেই রবীন্দ্র-সাহিত্যের চরিত্র যেন! আজ পড়শি ঘটনা খুলে বললেন। জানালেন, রবীন্দ্রসংগীত গেয়েছেন। তার ভিডিও হয়েছে। ভিডিওর দৃশ্যধারণেও অংশ নিয়েছেন তিনি।

শ্রোতারা পড়শির কণ্ঠে আধুনিক গান শুনেই অভ্যস্ত। এই প্রথম গাইলেন রবীন্দ্রসংগীত। খুব পরিচিত গান- ‘আমার পরান যাহা চায়, তুমি তাই তুমি তাই গো’। জানালেন, গান তো ছোটোবেলা থেকেই করছেন। অন্য সবার মতো তারও গান শেখাটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়েই। কিন্তু বড় হয়ে কখনও রবীন্দ্রসংগীত করেননি। এবার করলেন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সপ্তাহখানেক আগে। সংগীতায়োজন করেছেন সন্ধি। গত মঙ্গলবার পড়শি ধামরাইয়ের জমিদার বাড়িতে অংশ নিয়েছেন ভিডিওর দৃশ্যধারণে। ভিডিওটি পরিচালনা করেছেন রম্য খান। এর আগে পড়শির ‘খুঁজে খুঁজে’, ‘শুধু তোরে’, ‘জনম জনম’, ‘তোমারই পরশ’ গানগুলোর ভিডিওগুলোও পরিচালনা করেছিলেন তিনি।

পড়শি জানিয়েছেন, আসছে কোরবানির ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে ভিডিওটি। প্রকাশ হবে ইউটিউবেও।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।