ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অনলাইনে মিলবে গঙ্গা-যমুনা উৎসবের টিকিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
অনলাইনে মিলবে গঙ্গা-যমুনা উৎসবের টিকিট

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন সংস্কৃতি বিনিময়ের লক্ষে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। নয় দিনের এ উৎসব হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে।

উৎসবের সব টিকিট কেনা যাবে অনলাইনে, টিকিট চাই ডটকম থেকে (www.ticketchai.com)।

৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে উৎসব। নয় দিনের এ উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধন করতে ইতোমধ্যেই বাংলাদেশে এসেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

প্রতিদিন দু’টি করে মোট ১৮টি নাটক মঞ্চস্থ হবে উৎসবে। থাকবে ভারতের তিনটি নাট্যদলের ৪টি নাটক, ঢাকার ১২টি, চট্টগ্রামের ১টি ও রাজশাহীর ১টি।

উদ্বোধনী ও দ্বিতীয় দিনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাট্যদল সংস্তব মঞ্চে উঠবে ‘ছাড়িগঙ্গা’ ও ‘ভূতনাথ’ নিয়ে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।