‘কৃষকের ঈদ আনন্দ’ এতোদিন ঘুরেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এই প্রথমবার হলো নিয়মভঙ্গ।
উগান্ডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এম বারারার কাবোহে নামক এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। সেখানকার কৃষকরা অংশ নিয়েছেন বালিশ লড়াই, কমলা শাসযুক্ত মিষ্টি আলুর গুঁড়া থেকে আয়রন বিন খোঁজা, মা ও ছেলের আয়রন বিন দৌড় ও তৈলাক্ত কলাগাছে ওঠা প্রতিযোগিতায়।
অনুষ্ঠানটির আরেকটি অংশের দৃশ্যধারণ হয়েছে দেশে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন মাঠে। এখানকার কৃষকরা অংশ নিয়েছেন বালিশ লড়াই, উল্টো দৌড়, আটা থেকে জিংকসমৃদ্ধ ধান খোঁজা, বিপরীতমুখি দৌড় ও তৈলাক্ত কলাগাছে ওঠা- এসব খেলায়। পাশাপাশি থাকছে নবাবগঞ্জ ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবেদন।
‘কৃষকের ঈদ আনন্দ’র পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা শাইখ সিরাজের। প্রচার হবে কোরবানির ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে চারটায়, চ্যানেল আইয়ে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
কেবিএন