হঠাৎ প্রশ্নটি সামনে আসার কারণ একটাই- মায়ের চিঠি। মারা যাওয়ার আগে অপি করিমকে লিখে যাওয়া তার শেষ চিঠি।
এর মধ্যে অপি বিয়ে করে সংসার গুছিয়ে ফেলেছেন। অবশ্য পুরোপুরি পেরে ওঠেননি। স্বামী ইরেশ যাকেরকে অগোছালো অভ্যাস থেকে বের করে আনতে পারেননি পুরোপুরি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই এ ঘটনা।
সাগর জাহান বলছেন, ‘বাকি অধ্যায়টা মাকে খোঁজার জার্নি। অবশেষে পাওয়াও যায়। জানা যায়, যিনি তার আসল মা তিনি আগে পতিতা ছিলেন। ’ অপির মায়ের চরিত্রে আছেন ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের নাম ‘আমার নাম কে রেখেছে’। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। কাজ শেষ করে অপি বলছেন, ‘আমি সাগর জাহানের কাছে কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে এরকম বহুমুখী চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। ’
এর আগে গত রোজার ঈদে সাগর জাহানের পরিচালনায় ‘এই শহর মাধবীলতার নয়’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন অপি। ‘আমার নাম কে রেখেছে’ প্রচার হবে বৈশাখী টেলিভিশনে, আসছে কোরবানির ঈদে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
কেবিএন/জেএইচ