ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চরিত্রের নাম ফারজানা পাশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
চরিত্রের নাম ফারজানা পাশা স্পর্শিয়া ও আবির

বেশ গবেষণা হয়েছে চরিত্রটির নাম নিয়ে। ‘প্রেম-প্রীতি’ নামে নতুন নাটক নির্মাণ করেছেন নাজনীন হাসান চুমকী।

ফারজানা পাশা সেটিরই একটি চরিত্র। মনোচিকিৎসক। ব্যাপ্তি বেশি নয়, একটি মাত্র দৃশ্য। চুমকী নিজেই অভিনয় করেছেন।

ঘটনা সেটা নয়, অন্যখানে। চরিত্রটির নাম কী হতে পারে, সেটি নিয়ে বেশ গবেষণা বসেছিলো দৃশ্যধারণের আগে। স্রেফ আড্ডাচ্ছলে। চুমকী নামে তো দু’জন আছেন টিভি নাটকে; নাজনীন হাসান চুমকী আর ফারজানা চুমকী। পরস্পরের সম্পর্কটা দারুণ। উদ্দেশ্য ছিলো এক নামে দু’জনকেই নিয়ে আসা। নাজনীন হাসান চুমকীর স্বামী আহমেদ পাশা-ই বা বাদ যাবেন কেন!

ফলে দুই ছাপিয়ে নামের সংখ্যা এবার তিন। বহু ভেবেচিন্তে ঠিক করা হলো, চরিত্রটির নাম হবে ফারজানা পাশা। এতে ফারজানা চুমকীর ‘ফারজানা’ থাকলো, আহমেদ পাশার ‘পাশা’ আর যেহেতু চরিত্রটি নাজনীন হাসান চুমকী করছেন; সেহেতু তিনি তো থাকছেনই।

‘প্রেম-প্রীতি’ এ সময়ের প্রেমের গল্প। চুমকীই চিত্রনাট্য লিখেছেন। নাম ভূমিকায় অভিনয় করেছেন আবির মির্জা ও অর্চিতা স্পর্শিয়া। আগামী কোরবানির ঈদে চ্যানেল নাইনে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।