ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যেভাবে বলিউডে প্রথম সুযোগ পেলেন মাধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
যেভাবে বলিউডে প্রথম সুযোগ পেলেন মাধুরী মাধুরী দীক্ষিত

নাচ আর অভিনয়ের মিশেলে বৈচিত্রময় পরিবেশনায় সফল এক তারকা মাধুরী দীক্ষিত। ১৯৮৪ সালে ‘অবোধ’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় তার।

বাপ-চাচা না থাকা সত্ত্বেও ওই ছবিটি কীভাবে পেলেন তিনি?

কালারস টেলিভিশনের ‘দ্য অনুপম খের শো: কুছ ভি হো সাকতা হ্যায়’ অনুষ্ঠানে বলিউডে ঢোকার স্মৃতি রোমন্থন করেন মাধুরী। এখানে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মুখোমুখি হন তিনি। ৪৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘গোবিন্দজি নামে একজন ছিলেন, যিনি রাজশ্রী প্রোডাকশন্সের জন্য কাজ করতেন। তার মেয়ে আর আমার বড় বোন ছিলেন সহপাঠী। তিনি জানতেন, স্কুলে পড়াশোনার পাশাপাশি আমি নাচ-গান করি, বক্তৃতাও দেই। একদিন রাজশ্রী প্রোডাকশন্স নতুন ছবির ঘোষণা দিলো। এজন্য তারা একজন তরুণী খুঁজছিলেন। তখনই গোবিন্দজি আমাকে প্রস্তাব দেন। ’

কিন্তু মাধুরীর মা-বাবা রাজি হননি। তারা চেয়েছিলেন, মেয়ে পড়াশোনায় মনোযোগ ধরে রাখুক। সিদ্ধান্ত পাল্টানোর জন্য তাদেরকে রাজশ্রীর প্রধান কর্তার কাছে নিয়ে গেলেন গোবিন্দ। সফলও হন গোবিন্দ। অফিসে মাধুরীকে হিন্দি একটি গ্রন্থের কয়েকটা লাইন পড়তে বলেন। তারা দেখতে চেয়েছিলেন আমার স্বরে মহারাষ্ট্রের আঞ্চলিকতা আছে কি-না। ’

এরপর স্ক্রিন টেস্টে যেতে হয়েছে মাধুরীকে। সেখানে তাকে দক্ষতার সঙ্গে নাচতে বলা হলো। তার ভাষ্য, ‘পেছন ফিরে তাকালে মনে হয়, অভিনয় কিংবা নাচ নিয়ে আমার কোনো সংশয় ছিলো না। মনে হতো এসব কোনো ব্যাপারই না!’

হিরেন নাগ পরিচালিত ‘অবোধ’ ছবিতে মাধুরীর সহশিল্পী ছিলেন ওপার বাংলার অভিনেতা তাপস পাল। এরপর তিনি একে একে অভিনয় করেন ‘রাম লক্ষ্মণ’, ‘দিল’, ‘বেটা’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘দেবদাস’, ‘গুলাব গ্যাং’ প্রভৃতি ছবিতে। ‘দ্য অনুপম খের শো: কুছ ভি হো সাকতা হ্যায়’ অনুষ্ঠানের এ পর্বটি প্রচার হবে আগামীকাল ১৩ সেপ্টেম্বর।

* ‘অবোধ’ ছবির কিছু অংশ:


বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।