গল্প পিছু হটতে হটতে চলে গেছে সেই আদিম যুগে। যখন মানুষ লজ্জা ঢাকতো পশুর চামড়া কিংবা গাছের বাকল দিয়ে।
টেলিছবির নাম ‘বঙ্গত’। এর পরিচালক রাজিব হাসান বলছেন, ‘আমরা ওই সময়ের প্রেক্ষাপটেই সবকিছু সাজিয়েছি। পোশাক থেকে শুরু করে খাদ্য, কথা বলা, চলাফেরা, সংগ্রাম তুলে আনতে চেষ্টা করছি আদিম যুগের আদলে। ’
এর দৃশ্যধারণ হচ্ছে বান্দরবানে। গতকাল থেকে শুরু হয়েছে কাজ। এতে মৌসুমীর সহ-অভিনেতা হিসেবে আছেন সুমন আনোয়ার। তিনি নির্মাতা হলেও, এতে শুধু অভিনয়টাই করছেন। আরও আছেন সাজ্জাদ, প্রণব সরকার অপু, সোহেল খান প্রমুখ। পরিচালক জানালেন, এটি নব্বই মিনিটের টেলিছবি। প্রচার হবে ঈদের দিন, চ্যানেল আইয়ে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
কেবিএন/জেএইচ