আজ (১৮ সেপ্টেম্বর) কলকাতায় মুক্তি পেয়েছে ‘আশিকি’। এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও কলকাতার অঙ্কুশ।
ছবিটি যৌথ প্রযোজনার। আব্দুল আজিজ ও অশোক পাতি পরিচালনা করেছেন। ‘আশিকি’ তৈরি হয়েছে একটি ভালোবাসার গল্প নিয়ে।
অঙ্কুশ বলেছেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম রাহুল। যে খুব মজার একজন মানুষ। জীবনে যা কিছু চায়, সেগুলোর প্রতি সবসময় তার আত্মবিশ্বাস থাকে। কিছু ফিল্মি মুহূর্ত রয়েছে ছবিতে। শাহরুখ খান ও কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র মতো। যেখানে শুরু হয় রাহুল (অঙ্কুশ) ও শ্রুতির (নুসরাত ফারিয়া) ভালোবাসার গল্প। ’
তিনি আরও জানান, ‘ফারিয়ার মতো সহশিল্পীর সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে। সহজে সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। ’ ছবিটির দৃশ্যধারণ হয়েছে লন্ডন ও স্কটল্যান্ডে।
নুসরাত ফারিয়া তো শুরু থেকেই বলছেন, ‘আমি খুব উত্তেজিত ছবিটি নিয়ে। অশোক স্যার আমাকে অভিনয় শিখিয়েছেন। ’ কোরবানির ঈদে বাংলাদেশে মুক্তি পাবে ‘আশিকি’। যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বিএসকে