কোন ছবির? যেটা পাল্টে দিয়েছে বলিউডের প্রেমের ছবি সংজ্ঞা। যেটার সুবাদে সবচেয়ে জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন শাহরুখ খান-কাজল।
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত প্রথম ছবিটি। আজ মঙ্গলবার এর ২০ বছর পূর্তি হলো। এর গল্প রাজ ও সিমরানের বাঁধভাঙা প্রেমকে ঘিরে। সর্ষেখেত, ছুটন্ত ট্রেন আর বাবার চোখরাঙানির কাছে হার না মানা তাদের অবাধ্য প্রেম। ছবিটি সম্পর্কে দশটি আকর্ষণীয় তথ্য জেনে নিন। তারপর দেখুন ছবিটির গানের ভিডিও।
১. শোবার ঘরের দৃশ্যধারণের সময় শাহরুখ ও কাজলের হাসি থামছিলোই না। এ কারণে হিমশিম খাচ্ছিলেন পরিচালক আদিত্য। তাকে অপেক্ষা করতে হয়েছে কখন দুই তারকার হাসি থামবে!
২. ‘রুকজা ও দিল দিওয়ানে’ গানের শেষ দৃশ্যে কাজলকে ফেলে দেন শাহরুখ। এটা কিন্তু আগে থেকে জানতেন না কাজল। জানবেন কীভাবে? তাকে যে বলাই হয়নি!
৩. ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নামটি অভিনেত্রী কিরণ খেরের দেওয়া। এজন্য তাকে কৃতিত্ব দেওয়া হয় টাইটেলে।
৪. এ ছবির মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন নির্মাতা করণ জোহর। তাকে পর্দায় দেখা গেছে রাজের বন্ধুর ভূমিকায়।
৫. ‘মেরে খাবো মে জো আয়ে’ গানটির ২৪টি সংস্করণ বাতিল করেন আদিত্য চোপড়া। শেষমেষ গীতিকার আনন্দ বকশীর লেখা পছন্দ হয় তার।
৬. ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির পোস্টারে শাহরুখ খান স্বাক্ষর করে লিখেছিলেন, ‘থ্যাঙ্ক ইউ ফর মেকিং মি দ্য স্টার আই অ্যাম টুডে’ (আমি আজ যেমন তারকা হয়েছি, আমাকে তা বানানোর জন্য ধন্যবাদ)। আদিত্য চোপড়ার অফিসে এখনও পোস্টারটি আছে।
৭. শাহরুখের চরিত্রের নাম রাজ মালহোত্রা রাখা হয় কিংবদন্তি অভিনেতা-নির্মাতা রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে।
৮. ছবিটিতে চুটকি চরিত্রে অভিনয় করা পূজা রুপারেপ এখন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা।
৯. এ ছবিতে প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন কি-না তা নিয়ে দ্বিধায় ছিলেন শাহরুখ। কারণ তখন তিনি নেতিবাচক চরিত্রে জনপ্রিয় ছিলেন।
১০. রাজ চরিত্রে কাজ করার জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিলো সাইফ আলি খান ও হলিউড তারকা টম ক্রুজকে। কিন্তু তারা ফিরিয়ে দেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বিএসকে/জেএইচ