বাংলা সাহিত্যের কিংবদন্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কমলাকান্ত’ মঞ্চে আনছে নাট্যবেদ। অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে দলটির এই নতুন প্রযোজনা।
‘মূখ্য নাটক, লক্ষ্য মঞ্চ’ স্লোগান নিয়ে ২০০৮ সালে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্যদল নাট্যবেদ। এ পর্যন্ত তাদের প্রযোজনার সংখ্যা ছয়টি। এবার যুক্ত হলো ‘কমলাকান্ত’। এর নাট্যরুপ দিয়েছেন নাসরীন মুস্তাফা, নির্দেশনায় গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নাট্যজন গিয়াস উদ্দিন ও সহ-সম্পাদক চন্দন সিনহা। এরপর মঞ্চায়ন হবে নতুন নাটকটি।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর রহমান, টিপু খান, কানন আহমেদ, মির্জা সম্রাট, লিমন হোসেন, প্রমি আশরাফ, পাভেল কুমার সাহা, আবুল কাশেম রাতুল, ফারজানা মুক্তো, জহিরুল ইসলাম, রাবেয়া রাবু, বাবুল, সুমাইয়া, এম.এইচ পলাশ, ইমরান, রিমন, সাহেদ আহম্মেদ।
বাংলাদেশ সময় : ০২৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
জেএইচ