রবার্ট বোল্টের লেখা ‘এ ম্যান ফর অল সিজনস’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। এটি নিয়ে ১৯৯৯ সালের ২৪ জুন নাটক মঞ্চে আনে প্রাচ্যনাট।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে বাতিঘরের নাট্যমেলার সমাপনী আয়োজনে নাটকটির মঞ্চায়ন হবে। আগামী ২৬ অক্টোবর এই প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।
নাটকটি অনুবাদ করেছেন শাহেদ ইকবাল। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। তার পাশাপাশি এতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, কাজী তৌফিকুল ইসলাম ইমন, শাহেদ আলী সুজন, রাহুল আনন্দ, শাহানা সুমী, শিরীন সুলতানা, রিতু সাত্তারসহ অনেকে। সংগীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ।
বাংলাদেশ সময় : ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
জেএইচ