মরে যাওয়ার পরেও কিছু তারকা দেদার উপার্জন করেন! ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস প্রতি বছর তাদের তালিকা প্রকাশ করে। এ বছর এতে নতুন যুক্ত হলেন পল ওয়াকার।
গত এক বছরে ১ কোটি ৫০ হাজার ডলার আয় করে ফোর্বসের হিসাবে শীর্ষ ১৩ উপার্জনকারী মৃত তারকার তালিকায় ৯ নম্বরে স্থান পেয়েছেন পল। তালিকায় তৃতীয় বছরের মতো শীর্ষে আছেন মাইকেল জ্যাকসন। এবার তার আয়ের পরিমাণ সাড়ে ১১ কোটি ডলার। যদিও এই অঙ্ক গত বছরের তুলনায় কম। ২০১৪ সালে তার আয় হয়েছিলো ১৪ কোটি ডলার।
জ্যাকসনের পরেই আছেন এলভিস প্রিসলি। তার আয় হয়েছে সাড়ে ৫ কোটি ডলার। পিনাটসের স্রষ্টা চার্লস শুলজ (৪ কোটি ডলার) তিনে আর গায়ক বব মার্লে (২ কোটি ১০ লাখ ডলার) আছেন চারে। পাঁচ নম্বর স্থানটি অভিনেত্রী এলিজাবেথ টেলরের দখলে।
শীর্ষ উপার্জনকারী ১৩ মৃত তারকা (টাকায়)
১. মার্কিন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন (৮৯৮ কোটি টাকা)
২. মার্কিন সংগীতশিল্পী এলভিস প্রিসলি (৪২৯ কোটি)
৩. মার্কিন কার্টুনিস্ট চার্লস শুলজ (৩১২ কোটি)
৪. মার্কিন সংগীতশিল্পী বব মার্লে (১৬৪ কোটি)
৫. ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ টেলর (১৫৬ কোটি)
৬. মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো (১৩২ কোটি)
৭. ব্রিটিশ সংগীতশিল্পী জন লেনন (৯৩ কোটি)
৮. মার্কিন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন (৮৫ কোটি)
৯. মার্কিন অভিনেতা পল ওয়াকার (৮২ কোটি)
১০. মার্কিন মডেল বেটি পেজ (৭৮ কোটি)
১১. ‘ড. সিউস’-এর স্রষ্টা থিওডর গিজেল (৭৪ কোটি)
১২. মার্কিন অভিনেতা স্টিভ ম্যাককুইন (৭০ কোটি)
১৩. মার্কিন অভিনেতা জেমস ডিন (৬৬ কোটি)
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জেএইচ