ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রোজী সিদ্দিকীর নায়ক অপূর্ব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
রোজী সিদ্দিকীর নায়ক অপূর্ব

রোজী সিদ্দিকী আর অপূর্ব দুই প্রজন্মের দুই অভিনয়শিল্পী। তাদের বয়সের ব্যবধান বিস্তর।

এবার তারা দম্পতির  ভূমিকায় অভিনয় করলেন। নাটকটির নাম ‘মাকে আমার পড়ে না মনে’।  

গল্পে দেখা যাবে- মা বলতে অজ্ঞান অপূর্ব! বিয়ের পরও মাকে ছাড়া কিছু বোঝে না সে। তবে মা চান ছেলে নিজের সংসারে সময় দিক। রোজী সিদ্দিকী স্বামীর মাতৃভক্তি দেখে যারপরনাই বিরক্ত। সময়ের পরিক্রমায় অপূর্ব মায়ের থেকে দূরে সরে যায়। কিন্তু মাকে ছাড়া কোনো সন্তানের অস্তিত্ব টিকিয়ে রাখা কি সম্ভব?

নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডলি জহুর।

মাছরাঙা টেলিভিশনে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘মাকে আমার পড়ে না মনে’।

বাংলাদেশ সময় : ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।